অব্যক্ত সব বাক্য গুলো
ব্যক্ত হলো না।
ঝীলের মাঝে লোহিত কমল
দৃষ্টি পেলো না।
হৃদের মাঝে হৃদ-স্পন্দন
স্পর্শ পেলো না।
দৃষ্টি গোচর ছিলে তবু
নয়ন পেলো না।
স্বপ্নের মাঝে ঘুম ছিলো
জাগা হলো না।
সর্ব স্থানে বিরাজ রবো
ঠাঁই পেলাম না।


***★***