ট্রেনিং যদি না বা করেন
জানবেন কি ভাবে।
কি কি পরিবর্তন এলো
কবে কি ভাবে।


যুগের সাথে তাল মিলিয়ে
শিক্ষা দিতে হবে।
তবেই তো ছাত্রছাত্রী
সমাজ উপযোগী হবে।


কোনো কাজ সফল তখন
যদি করেন প্লেন।
তাইতো শিক্ষায় নিয়ে এলো
রোজ লেসন প্লেন।


যোগবলে যোগারোগ্য
জানেন সর্বজন।
দৈহিক বিকাশে শিশুর আজ
যোগা প্রয়োজন।


শিক্ষক যদি নাই বা যোগার
ক্ষতি কিসের তবে।
টুকটাক দু-চারটি যোগা
জানেন নিশ্চয় সবে।


এসো Students চলে এসো
দেখাও কে কি পারো।
অন্য সবাই দেখে দেখে
সেই মতো করো।


ড্রপআউটের সংখ্যা এখন
অনেক কমে গেলো।
বাড়ী বাড়ী যাওয়ায় এসব
বাস্তবায়িত হলো।


একটি বন্ধ ঘড়ি ও দিনে
দুবার ঠিক জাগে।
বলা যায় না কোন্ শিশু
কোন কাজে লাগে।


বাঁশের কাজে কেউ বা ভালো
কেউ বা রোজি কামলায়।
প্রতিপ্রত্যেকে নিজ সংসার
নিজে নিজেই সামলায়।


তাই তো স্কুলে কো স্কলাসস্টিক
সব শিশুদের জন্যে।
তাই নিয়ে কেন আপনারা
হচ্ছেন এতো হন্যে।


বন্ধু,দার্শনিক, পথপ্রদর্শক
হয়ে যান পুরো।
প্রফেশনাল না থেকে করেন
এবার শুরু।


সমালোচনা না করে
করেন আত্মীকরণ।
অচিরেই পাল্টে যাবে
সমাজ ব্যাবস্থার ধরন।


-----------------



১১-১১-২০১৭ ইং ;
২৪ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।


বি.দ্র.  = কালকের কবিতার উত্তর।