মাঝরাতে হঠাৎ মাথার পোকা গুলো
কিলবিল করে উঠলো;
না না; মাথার বাহিরের উকুন নয় !
মাঘার মস্তিষ্কের ভিতরকার পোকা।
ঘুম ভেঙ্গে গেলো রাত একটায়।
তারপর দুটা পনের পর্যন্ত কি যন্ত্রণা,
না না চিন্তা করো না!
আমি সুস্থ, আমার কিছু হয় নি।
যন্ত্রণা কান থেকে শুরু করে মস্তিষ্কের
কোনো সূক্ষ্ম কোণায় ঠাঁই নিয়েছে।
তোমার বাণী, হ্যাঁ বাণীই বলবো,
কেনোনা সবার মঙ্গল জন্য বলা,
তাই তো বাণী। সে বাণী আমার
মঙ্গলকর ঘুম কেড়ে নিয়েছে।
না আজ ভেড়ার দল গুনবো না,
বরং নিজের সাথেই সমঝোতা করি।
নিজেকে তৈরি করি সেবায় ব্রতী হতে।
জীব সেবাই শিব সেবা,ছোট ছোট
শিশুদের সুস্বাস্থ্যই দেশের মঙ্গল।
অন্তত পাঁচশো শিশুর স্বাস্থ্য
রক্ষা করতে পারি পরিষ্কার
শৌচালয়ের মাধ্যমে।জানি সবই,
খটকা শুধু সবাই ব্যবহার করবে,
আর আমি একা.....? কি হল তাতে।
মন স্থির, শুধু নিজেকে তৈরি করতে
একটু সময় লাগছে। জাতীয় সেবা
বলে কথা তো...!..