শিক্ষক, শিক্ষা, শিখন,
আমার গন্ডিরেখা।
এর বিস্তৃতি সীমাহীন।
শিখন মহীরুহের একটি
শাখায় আমার বসত।
সেথায় আমার বিচরণ।
তুমি বললে আমি শিক্ষিতা,
আমার জানা উচিৎ।
তোমার হাজার হাজার
আইনি বইয়ের কোন পৃষ্ঠার
কতো ধারায় লেখা আছে
যে, শিক্ষিতা সব জানবে।
আমি আদার ব্যাপারী,
জাহাজের খবর জানি কৈ!
আদালতের কাজের সব
নিয়ম আমার জানা নাই।
আমরা প্রয়োজনের তাগিদেই শিখি।
সেটা আমার লজ্জা নয়।
তুমি আদালতের কাজ জান,
গর্বের তেমন কিছু নয়।
কারণ,আমি জানি তোমার দৌড়।
আমি হলফ করে বলতে পারি
স্থানভেদে তুমিও আদার ব্যাপারী।



রচনাকাল :-
২৫-০৪-২০১৮ ইং
১১ ই বৈশাখ ,  ১৪২৫ বাংলা,
ধর্মনগর ,উত্তর ত্রিপুরা।
ভারত।