লোকালয় হলেও
তখন নির্জন।
বেশ আবছা আলো;
রাস্তার স্ট্রিট লাইট ও বিকল।
পবিত্র স্থান
মন্দির সংলগ্ন পথে
আমার গন্তব্য।
বাড়ীর অভিমুখে
পূজা শেষে
আমি একা।
দূরে প্রতিভাত
অপরিচিত তিন যুবক।
পোড়া বাজির গন্ধ
ছাপিয়ে উঠলো
সিগারেট এর গন্ধ।
ওদের হাতে জলের বোতল।
আমার বুকের মাঝখান
মুচড়ে উঠলো নিমেষেই।
গতিক ভালো ঠেকছিলো না,
থমকে দাঁড়িয়ে,
দুদন্ড ভাবলাম।
এরা তো, মা-বোন,
ছোট- বড় মানে না!
আমার অন্তরাত্মা বলছে
সামনে বিপদ পালাও পালাও।
সময় নষ্ট না করে
পিছনে মোড় নিয়ে
প্রায় দৌড়ে নিরাপদ
আশ্রয়ে পৌঁছালাম।
কানে বাজছিল
ওদের বিদ্রুপ হাসি।
ছিঃ তোমরা!
ধীক্ তোমাদের,
তোমরা নষ্ট যুবক!
বিশ্বাস করা কষ্ট !
তোমরা আজ
আমাদের আতঙ্ক।



৩০-১০-২০১৭ ইং ;
১২ ই কার্তিক  ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
   ভারত।