হে নিঠুর সাথিয়া
আর কতো বার
ভাঙ্গবি তোরা
ভাঙ্গা গুড়া মন।


এক,দুই করে
হাজার ছাড়িয়ে
লক্ষ টুকরো করলি
মোর ভাঙা মন।


আপনার দিকে
দেখ না চেয়ে,
ভেঙ্গেছিস কতো
নিজে ভাঙতে গিয়ে।


যতো বার মোরে
দুঃখ দিতে গেলি,
ততো নিজ সুখ
নিজেই তো খেলি।

কতো আর খেলবি
ভাঙ্গা ভাঙ্গির খেলা।
শেষ কর এবার
নাই আর বেলা।




২০-০৯-২০১৭ ইং ;
৩ রা আশ্বিন   ;  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা
ভারত।