তোমার দেওয়াল পত্রিকা 'ভাষা';
সত্যি আমাকে ভাসালো অকূলদরিয়ায়।
আমি লিপি বিদ্যায় দীন।
তাসত্ত্বেও কেন যে গায়ে পড়ে,
'ভাষা' লিপির দায়িত্ব নিলাম হাতে?
সাধনা ছাড়াই উদ্যত হয়েছি ;
'ভাষা'র ঘরে আচর কাটতে।
কবিদের ছয়লাপে সাজবে
কোণাকোণা,পুষ্ট হবে 'ভাষা'।
শিল্প কাগজে কলমের ছোঁয়া,
দক্ষ হাতের বোঝাপড়া।
এ যেন এক বিশেষ সমর।
ভুল হতে নেই ।
কারন, এতে কলঙ্কের দাগ রয়ে যাবে।
তুমি হয়তো গুরুদায়িত্ব সপে
দিয়ে ঝাড়া হাত-পা নিয়ে
ঘুমোচ্ছো, মহা ঘুমে।
আর আমি তোমার 'ভাষা'য় ভেসে আছি।


       *****