জীবনের এক এক অধ্যায়,
এক এক ভাবে শেষ হচ্ছে।
কখনও লোকের কথায়,
কখনও তোমার কথায় জীবন চলছে।


এ যুদ্ধে কার জিৎ?
কার ই বা হার!
সবাই শুধু লড়াই করে যাক।


আমার ভাবনা অবাক দৃষ্টি তে,
আমার চোখেই চেয়ে,
কাটিয়ে দেবে সারাজীবন সবার কথা ভেবে।
কিন্তু আমি তাকাবো কার চোখে?
তুমিও তো নেই পাশে!
জীবন এখন কষ্ট মনে,
তোমার আসায় থাকে।


যেমন চলছে তেমন চলুক না,
সমস্যা তো কারোর হচ্ছেনা!
আমার মতোই সমস্যা-তে হয়তো আরো অনেকে,
কেউ বা আমার থেকেও খারাপ পরিস্থিতিতে।
সামাজিক-মাধ্যমের এই ধারনা,
বিপরীতধর্মী হলে আমি কারও না।


এখনো আমি কিছুই বললাম না !
চুপ না থাকলেও সমস্যা তোমার,
চুপ থাকলে সমস্যা শুধুই আমার।
থাক..!
সবার কথাই থাক...
বললেও বলব টা কি আলোচনা টাই বা কি,
কেউ চায় রঙ্গ-রস কেউ বা রাজনীতি।
আমার মতো প্রায় সবার একই পরিস্থিতি।
কিন্তু আমাদের কথা শুনবেনা কেউই।
এবার সবটা থাক,
আমার মধ্যেই থাক...
যেমন সবার মধ্যেই আছে..
তেমন আমার মধ্যেও থাক। থাক....