শূন্য পাতার পর
কিছু চোরা আঁকিবুকি।
যা হয়ত অনুভবের
তাতে কী দ্রকার তিন সত্যি
হয়ত হবে না কোনো মো্নালিসা কিংবা ,
নীরার কাছেও যাবে না যাওয়া।
এক শূন্যতার পর
আরেক শূন্যতার পথে – কারা?
পাটিগণিত বীজগণিতের ভিড়ে
পাওয়া হয়ে ওঠেনি সত্যি সরলরেখার গল্প।
দু-তিন দিন কাটে
আসে রূপকথার কথায় যা ছিল আঁকা।