ও ভারতবাসী , আমার দেশের মানুষজন ,
ভাই বোন সন্তান ; আমি সীতা বলছি ।।
আমাকে মনে পড়ে তোমাদের ?
মনে পড়ে আমার স্বামীর প্রতি ভালোবাসা ?
মনে পড়ে আমার সন্তানের প্রতি কর্তব্য ?
মনে পড়ে তোমাদের , আমি জনক কন্যা সীতা
আমি রাম পত্নী সীতা বলছি ।।


রামনবমির ভিড়ে বেশ লাগছিল
যতই হোক , আমার স্বামীর প্রতি এত ভক্তি
তারপর হনুমান জয়ন্তী
খুব আনন্দ হয়েছিল তোমাদের ধর্মের প্রতি টান দেখে
তারপর .... আজকের দিনটা বুঝিয়ে দিল
ওটা ধর্ম নয় , শক্তি প্রদর্শন ছিল ।।


আমার ভাবনাটা ভুল ছিল , ভুল ছিল এইটুকু আশা করা
যে পুরুষ সমাজ দুই থেকে বুড়ি
কাউকেই ছাড়ে না কাপড় খুলতে ,
ধর্ষণের নেশায় যে দেশ মত্ত আজ ---
সে হিন্দু হোক , মুসলিম হোক , হোক ক্রিস্টান ,
জৈন বা ইহুদি ---
ওদের দৃষ্টি যেখানে স্তনে , পেটে , পায়ের ফাঁকে
অথবা পাছার তলায় ,
সেখানে সীতাকে মনে রাখবে , এটুকু হাস্যকর ।।


দশমীর পরে রাবন জ্বালাও , উৎসব করো
হে রাবনের দল , রাবন কে এভাবে হেনস্থা করা
বন্ধ করো -- এই আমার নির্দেশ ।।
তোমরা তো সম্মান নিতে পারো আর রাবন
সম্মান দিতে পারে -- যতই তাকে বলো রাক্ষস ।।


হে মূর্খ ভারতবাসী , ভেবো না আমি নীরব আছি
যে পৃথিবীর কোলে মুখ লুকিয়েছিলাম সেদিন
সেই পৃথিবী থেকে আবার জেগে উঠবো আমি ,
ধারন করবো ভয়াবহ দুর্গা বা কালি রূপ ,
সীতা নবমীর এই দিনে , লিঙ্গহানি করব ধর্ষক যত
তাদের গুনে গুনে ।।
চাই না পুজো নতুন নামে , পুরুষের কল্যাণে
ধর্ষক পুরুষ লিঙ্গ রক্ত পানেই তৃপ্ত আমি ,
সেটাই হোক আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার।।