যৌবন নদিকুল বসে আছে ঠায়
অপেক্ষার প্রতিদিন এমন হয়
যেখানে শুধুই জ্বলন্ত বালুকা বেলায়
ভাঙা শব্দ ভেসে আসে পাষান হৃদয়ের আঙিনায় ।


মরা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে চলে যায়
ফিরে দেখে না আর বাহিত সময়
জানা নেই কবে কিভাবে কোথায় কখন
সব হারিয়ে আকাশ গঙ্গা বুকে হবে আমাদের প্রেম যাপন ।


তবু বসে থাকি
প্রেম এসে বুকে কেটে যায় আঁকিবুকি
তারপর , তারপর একদিন কালিমা নেমে আসে জীবনে
পূর্ণিমার লাল চাঁদ কাটা পড়ে , অমাবস্যা নেমে আসে প্রাণে ।


আয় । নিয়ে চল আমায়
অবুঝ এ গোলকের ওই কিনারায়
যেখানে মেঘেরা এসে জড়ো হয়
প্রেম করে দিগন্তে পাতা ঝড়া কবিতায় ।


একজন মেঘ পিয়ন ফিরবে এই পথে
আমি শেষের সাথে বসে আছি তারই অপেক্ষায় ।