একবার কাছে এস না , কিন্নরী ।।
দেখ , তোমার পথ চেয়ে আমি লক্ষ বছর
বসে আছি একাকি ।।
অন্ধকার রাত তোমার ঘন চুল হয়ে
আমায় আশ্রয় দিয়েছে ,
ওই যে নদী , ওর বয়ে যাওয়া জলে
আমি তোমার হাসি শুনেছি ,
ওই শীতল চর যেন তোমার কোল হয়ে
আমায় ঘুম পারিয়েছে ,
সূর্যের আলোয় যেন তোমারই তেজ
আমি খুঁজে এনেছি ,
প্রকৃতির কণায় কণায় তোমায় আজীবন
আমি অনুভব করেছি ,
তবু তোমার বাস্তব ছবি আজও অধরা
এই দুটি চোখে ,
একবার কাছে এস না , কিন্নরী ।।
কথা তো দিয়েছি আগেই কতবার ,
সত্যি বলছি , একটিও বানিয়ে বলিনি সেদিন ;
আমি সত্যি তোমায় ভালোবেসেছি ।।
দিনটা আজ উদাস বসেছিল আমারই পাশে
রাতটুকুও দেখছি তাই ,
কি করবে সবই তোমায় ঘিরে চলছে এখন
আমার কিছুই বলার নাই ।।
তোমার সাথে দেখা বলতে ওই স্ক্রিনটুকুই সার
আর বাকি সময় তোমার লেখা , তোমার বলা
বারবার শুনে যাই , পড়ে যাই রোজ রাতে দিনে ;
ঠিক যেন ছোট্ট শিশু , পড়ার বই হাতে বসে
পরীক্ষার আগে কঠিন রাত্রে ।।
আজ তো সেটুকুও সম্বল নেই বেঁচে ,
সকাল থেকেই গ্রহণ লেগেছে প্রাণে
স্ক্রিন জুড়ে অন্ধকার দেখছি ;
কাটবে কখন জানা নেই ।।
ছটফট করছি , ঘুম আসে না গো
তোমারও কি একই হাল ?
তবে আর দেরি কর না প্লিস ;
দিন কেটে রাতটুকুও ফুরিয়ে না যায় , আজকের মত।।


একবার কাছে এস না , কিন্নরী ।