জীবন একটা গল্পের নাম
তাই চরিত্রগুলো বাস্তবে কাল্পনিক ভীষণ ।।
বাবা মা সন্তান , এই তিন সুখের পরিচয়
এক জন ছাড়াও চলতে অপরজনের ভীষন ভয় ।।
তারপর পঁচিশটা ঋতু কেটেছে ধীরে ধীরে
নানা বাঁধা বিপত্তি ওরাও একদিন এসেছে পেরিয়ে ।।
বাবা অসুস্থ হয়েছে এবার
বয়স যে তার সত্তর পার --
মা এর চুলগুলো পেকে গেছে অনেকটা
পরিবারটার ভুবনে আজ সন্ধ্যার ঘনঘটা ।।
ভবিষ্যৎ জানত না তারা , কি আসছে ধেয়ে
তবু এগিয়ে চলেছে ধীরে ধীরে জীবন গাড়ি চালিয়ে ।।
ভালোবাসা , বিশ্বাস , প্রীতি এই তিনটি স্তম্ভ তাদের
অক্ষয় পরিচয় , ক্ষয়িষ্ণু হবে একদিন সম্পর্ক যাদের ।।
আজ তাদের সন্তান বেশ বড় , নতুন চরিত্র হয়েছে লেখা
সূর্য গেছে অস্তাচলে , ছায়ার জীবন নতুন ভাবে তাই ফিরে দেখা ।।
প্রয়োজন হারিয়েছে সেদিনের দুধে ভাতের আশীর্বাদ
ঈশ্বরীর যে এখন সন্ধ্যা কাটায় বৃদ্ধাশ্রমের কার্নিশ ভাঙা ছাদ ।।