জঙ্গল ডাকছে আমায় , দেশান্তর করেছে সময় ,
একটুকরো ভালোবাসা চেয়েছিলাম ,
ভাবিনি অবিশ্বাস করে একটা মিথ্যে কে গায়ে জড়িয়ে
একদিন চলে যাবে তুমিও আবার ।।
আচ্ছা , ধর্মতলার ট্রাম লাইনে কত ভিড় সেদিন
মিটিং মিছিলে জেরবার এ শহর -
হারিয়ে যেতে দিইনি বাবু , ফিরিয়ে এনেছিলাম
আমার পুচকি সোনা ।।
তারপর সেই বৃষ্টি ভেজা দুপুরটা , ছাতাটা আজও আছে
একলা একলা ঝুলছে তোমার অপেক্ষায় ।।
ব্যাগের সারা শরীর জুড়ে তোমার দেওয়া উপহার
পুতুলগুলো রোজ বলে আমায় , কেঁদো না গো
আর কেঁদো না ; দেখো , মেঘ কেটে যাবেই
ছাদনা তলায় সে ঠিক ফিরে আসবে ,
আমি বলেছি কতবার , কবে হবে গো সেটা ?
তার নিশ্চুপ আটটা চালা , বলে যায় চুপিচুপি যেন
পুচকি আজ অনেক বড় হয়ে গেছে ,
তবু মাথাখানা একটুও বাড়ল না কেন ?
আমিও পাগল লিফলেট বিলি করছি , পাড়ায় পাড়ায়
যদি কেউ খুঁজে এনে দেয় - আমার পুচকি আর ভালোবাসার দিনগুলো ।।
প্লিস , কেউ পারবে একটিবার বলতে তাকে ,
পুচু তার শুধুই কাঁদে -- আসলে সে মিথ্যে ছিল না যে
তাদের সবাইকে বড্ড ভালোবেসেছিল সে ,
তবু হারাতে হল সব , ফিরে আসার কোন রাস্তা বেরোলো না !!
প্লিস , ফিরিয়ে দিন না তাকে , ফিরিয়ে দিন না সময়টাকে
ফিরিয়ে দিন না ফেলে আসা অসমাপ্ত গোলু গুলটির গল্পগুলোকে ।।