হাসপাতাল মুখি জনগন সাবধান
পারলে বেডের পাশে পাশে গাছ লাগান ,
অক্সিজেনের দাম বেড়েছে তাই
সরকারি হাসপাতালে অক্সিজেন পাবে না ভাই ।।
তাতে বড়জোর কি আর হবে  ,
কয়েক শত শত রুগী মারা যাবে ।।
সরকার তো আছে পাশে , চিন্তা কিসের
ঘোষণা হয়ে যাবে দেশ জুড়ে , মৃত্যুর দায়িত্ব রোগের ।।


এমনই করে দিন পার হয়ে যায় ,
চিকিৎসা না প্রহসন : বড় এক প্রশ্ন মাথা তুলে দাঁড়ায় ।।
ভোটের বাক্সে ঝড় তুলেছিল কবরখানার প্রতিশ্রুতি
সেই লক্ষেই মনে হয় এই সরকারি ত্রুটি বিচ্চুতি ।।
এদিকে , নাম বদলে সে কি ধুম !!
এরপরেও কি জনগন থাকবে নিশ্চুপ নিঝুম ??
হোক প্রতিবাদ একবার , উত্তরের এই প্রদেশ জুড়ে
রাজা হবে খানখান , মারবে টান যখন প্রজা দড়ি ধরে ।।


পশু রক্ষার জন্য কত আইন , কত কত ক্যাডার
আর মানুষের স্বার্থে দেখা নেই অক্সিজেন থেকে ডাক্তার !!
মরুক মানুষ , বাঁচুক পশু এরই নাম বুঝি ধর্ম
তবে ধিক জানাই , বন্ধ হোক এমন ধর্ম নামক অপকর্ম ।।


নজরে রেখ ,স্মৃতি পটে হারিয়ে যেন না যায়,জনগন
আগামীর অধিকার তোমারই হাতে,বাছাই হবে যখন প্রশাসন ।।