আচ্ছা দেবতার প্রাণ যে বাঁচায় তাকে কি দেবতা বলা যায় ?
হয়ত যায় , তবে দেবী বলা খুব অন্যায় ।।
তাই তো নীরবে সেই কারাগারে এক পিতা হরণ করেছিলেন
সেই রাত্রে গোকুলের নিরীহ এক কন্যা সন্তান ।।
কন্যা !! এ আর কি অপরাধ , তার চেয়ে মথুরার ছেলেটার
জীবন অনেক বেশি দাম ।।
তার একটা ভবিষ্যৎ আছে , একটা গোটা পরিবার ,
দেশ ও দশের দায়িত্ব আছে , মেয়ে হয়ে কি এত পারবে সে !!
তাই তো সেই রাতে , এ মহা ভারতে এক কন্যা শিশু হত্যার
পট লিখে গেলেন স্বয়ং ভগবান ।।
না , মারতে পারে নি মহারাজ তাকে
কোন রকমে পালিয়ে বেঁচেছিল সে , মায়ার হাত ধরে
বাকিটা ইতিহাস , গীতা থেকে মহাভারতের দাস
ধর্মগ্রন্থ হয়ে আজও বেঁচে , হাজার প্রেমের , বহুবিবাহের
একটি পুরুষ অমৃতকথা  ।।
কিন্তু সেই মেয়েটি , সমাজ তাকে আজও খুঁজে দেখেনি
আফটার অল , সে এক কন্যা ; পৃথিবীর চোখে বেজন্মা ।।
নিপীড়িত , লাঞ্ছিত পুরুষ ফিরে পায় ঠিক নিজের ঘর , পরিবার ;
কিন্তু মেয়ে তো জন্ম থেকেই পর , আবার
হৃত হয়েছে একবার , তাকে খুঁজে ফিরিয়ে আনা
সমাজের কি দরকার !!


হে নারীসমাজ , এ জন্ম তিথি পালন বন্ধ করুন আজ
ধর্মের হোতা যতদিন না ফিরিয়ে দেয় এক নারীর সম্মান ।।
পবিত্র অষ্টমী এই তিথি , জন্মেছিলেন পার্থসারথী
তবে একা নয় ; ধর্ম থেকে ইতিহাস ভুলে গেল কিভাবে
জনক কন্যার নাম ??