একটা কাজের খোঁজে এসেছি
সেই দূর গাঁ থেকে ,
পথ পেরিয়ে , নদী ডিঙিয়ে
রোদে পুড়ে , বর্ষায় ভিজে
একটা কাজের খোঁজে এসেছি ।।
জানেন , ওরা বলে শহরে আসতে ,
এখানে অনেক বাড়ি , সবাই ব্যস্ত কাজে ;
আমি ভাবলুম , বাবা ! এত বিশাল ব্যাপার
কেউ নয় এখানে বেকার !!
তারপর একদিন চলে এলুম ,
এ বাড়ি , সে বাড়ি ঘুরে বেড়ালুম ---
কেউ বলল , কাগজ দেখা
কাগজে নাকি যোগ্যতা লেখা !!
আমি গরিব মূর্খ কাগজ কোথায় পাই ,
পকেটে ছিল তেঁতুল মোড়া
তেঁতুল বাদে গোটা কাগজ হাতে ধরাই ।।
বলে উ নয় গা , কি সব বিলিতি ভাষা
আমি বললাম , বিলিতি কি বোঝে মুখ্য চাষা ।।
বললো কাজ হবে না ----
কাজ হবে না চলে যা......
মাটির ছেলে মাটি কেটে দিন চালা ।।
মূর্খ ভিখারি সব , কাজ খুঁজছে ; কাগজ নেই
কাগজই তো আসল যোগ্যতা এ শহরে ।।
কাজ পারলি আর না পারলি কি আসে যায়
কাগজে মোড়া এ শহরে কাগজই সম্মান বাড়ায় ।।
ইস !! আগে জানলে নিয়ে আসতুম
বস্তা ভরে কাগজের ঠোয়ায় দেখিয়ে দিতুম
আমার যোগ্যতা কত ।।


দারুন দেখলাম তোমাদের শহর ভাই
সবার কাছে কাজ আছে , কাজের লোকটি নাই ।।