ফাঁকা রাস্তার মোড়ে বাতিস্তম্ভগুলো হঠাৎ নিভে গেল ।
জোনাকিরাও তাদের আলোশক্তি হারিয়ে ফেলেছে
একাকী নদীর জলেও সুনামি নৃত্য
ভালোবাসা আর কবিতা ; এমনই উদ্ভট ।


সারাক্ষন ভাবনার গভীরে নিমগ্নতা ।
কালো কালিও আজ কেটেছে অনেকবার
ছেড়া পাতার স্তূপেই একটা প্রেম
উঁকি মারে কবিতা হওয়ার ।


বৈশাখের গরমে নয় , শ্রাবনের কান্না ভালোলাগা ।
মরফিন , ক্যাফেন অথবা বাবাপ্রসাদ নয়
তবু ঘোরের মধ্যেই পথচলা
এটাই ভালোবাসা ; এটাই কবিতা ।


পুরুষ কে ভালোবেসে নারী , আর পুরুষ নারীকে
স্বর্গের আশ্রয় পেয়ে যায় ঠিকই ।
কিন্তু ভালোবেসে নারী কবিকে , আর কবি নারীকে বারবার
অমরত্বের অমৃত খুঁজে নেয় ।


আসলে ভালোবাসা , বাকিরা বোঝে জয়
কবিই এক,হেরে গিয়েও একবার,বারবার,এককের ভালোবাসা খুঁজে পায় ।