প্রলয়ের দিকে এগিয়ে চলেছে
পৃথিবীতে কি আর বেঁচে থাকবে !!
পিছনের ইতিহাস আবার সামনে ডাকছে
ফেলে আসা পথে একদিন আবার ফিরতে হবে ।।


সুনামি হয়ে আছড়ে পড়বে সময়
মিশে যাবে মাটির শরীর মাটির ধুলোর তলে
সৎ সৃষ্টি যত রয়ে যাবে বর্ণময়
বাকি সকল শূন্যতা শুধুই শূন্যের গল্প বলে ।।


সময়ের হিসেব বড়ই কঠিন
অর্থ , মান , যস -- সব হারিয়ে যাবে
বাড়ি ফিরতে আর তো কটা দিন
তখন শূন্য এ সংসারে শুধু শূন্য হয়েই রয়ে যাবে ।।


আমি তুমি কেউ আপন নয়
সব মায়ায় বাঁধা খেলা
তবু কেন যে ভয় হয় , দুঃখ হয়
যখন তুমি শূন্য,আমি শূন্য,এ পৃথিবী শূন্যের মেলা।।


শূন্য দিয়েই শুরু যখন শূন্য দিয়েই হবে শেষ
শূন্য এ পৃথিবীতে গোটাকয়েক শূন্যই অবশেষ ।।