বই এর তাকে জমে আছে হাজার প্রেমিকের কান্না ,
ক্ষয় হচ্ছে অনুভূতি , সোদার গন্ধ লেগে আছে ঘর্মাক্ত কাব্যে ।
আবল-তাবল প্রকৃতির ভাষা ,
এক ঘেয়েমিতে ঝুলছে ছন্দ ।
ওরা বলে অক্ষরবৃত্তে লেখ , আমি অক্ষরবৃত্ত জানি না
দহণ দেখেছি কবিতার , তাই ভয় হয় ।
মাত্রাবৃত্তে একবার লেখার চেষ্টা করেছিলাম ..
ফল হয়নি ,
কত কটু কথা শুনেছি ..
আচ্ছা , আমি তো নিজের জন্য লিখি তবে কথা শোনাও কেন ?
বার বার লজিক খোঁজো
আরে বাবা কবিতা তো লজিক দিয়ে হয়না ,
চলে আসে ..
কি বলছি কবিতা হচ্ছে না বোধহয়
যায়হোক ..আমি আবিষ্কার করছি ছন্দ  ।


              ২৮/০৫/২০১৭