তোর গ্রামে গিয়েছিলাম রে
মেয়েটাকে দেখে আসলাম যেনো পাগলপাড়া
ফ্যাকাসে মুখ কথা বলে না কারো সঙ্গে
মাঝে মধ্যে চিৎকার করে খুব
তোদের গ্রামে আর কেউ থাকতে চাইছে না রে
সব যেন কেমন বদলে যাচ্ছে
বিশ্বাসকর মিথ্যে বলছি না
অধমরা পাঁচ বছরের মেয়েকেও ছাড়ে না
আমি কোনো কিছু লিখতে পারছি না আর
বুল্টি  কবিতা  আসিফা আমার বোন হয়
ওরা ধীরে ধীরে শিকার হচ্ছে রোজ
আমি পারছি না আর লিখতে
লিখে কি হবে ওরা তো বদলাবে না
কবি বলছেন অধমরা কবিতা পড়ে না
তাই ভাবছি আর লিখব না
লিখে সভ্য সমাজকে বদলানো যেতে পারে
পিশাচদের নয় ।