হে নদীর দেবতা আমাকে তুমি ক্ষমা করো
আমি সফল কোনো ব্যক্তি নই , নই মহামানব
এই বাইশ বছরে একটা হাত মরীচিকা লেখে
বারুদ গিলে গিলে কন্ঠ নীল ,হে নদীর দেবতা


আমি তো আছি বেশ , মস্তিস্ক ব্যস্ত ট্রাম
দাবানল এলে ঝলসে যায় দেহ , হে নদীর দেবতা


পাখির ডাক তুমি কি শুনতে পাও ? ক্ষুধার্তের ?
কাকের লাল ঠোঁট , ময়ুরের কুৎসিত ডানা
ক্ষুধার্ত নাবিক লিখে গেছে নামের শেষ অক্ষর
ব্রিজের ফুটপাতে লালায়িত হাত , হে নদীর দেবতা


আমি কোনো সফল ব্যক্তি নই , নই মহামানব
আমাকে তুমি ক্ষমা করো , হে নদীর দেবতা