কিভাবে বেঁচে আছি আমি
খোলা মাঠ খাঁ খাঁ করে
সকাল সন্ধা বসে থাকি
জ‍ানলার ভেতর দিয়ে দেখি
উড়ে যায় পরিযায়ী পাখির দল


আমাকে বেঁধে রেখেছ তুমি
শেকল দিয়ে ,মায়া দিয়ে , মমতার বাঁধন


আমাকে যেতে দাও , খুঁজে নিই অন্য এক ভুবন
যেতে দাও , আটকিও  না


তোমাকে ভুলে গেছি , মনে পড়েনা বহুদিন
ভুলে গেছি , নোনা বিকেলের ঘ্রাণ
আমাকে যেতে দাও , আটকিও না


তোমাকে ছুঁয়ে আমি চলে যাব ঝর্ণার দেশে
মরুভূমির পরেও নাকি আর একটা দেশ আছে
যেতে দাও আমাকে , আটকিও না


তারপর খুঁজে নিই
নদীর মতো বেঁকে গেছে যে পথ
খু্ঁজে নিই , ডিবির মতো উঁচু হয়ে আছে দেশ
রক্তাক্ত আকাশ , ধোঁয়াশার মতো আজ
বারুদের ভেতর অজানা ভয় , বলেদেয়
এদেশে মনুষ্যত্ব বেঁচে না রই ।