প্রথম বসন্তেই হয়েছিল দেখা ,
তার সঙ্গে আমার ।
দ্বিতীয় বসন্ত অবশ্য ভালই কেটেছিল ,
তৃতীয়টাও সেই রকমই ।
চতুর্থ বসন্তে আমাদের প্রেম গাঢ় থেকে গাঢ়তর ,
তবে পঞ্চম বসন্তটায় আমাদের কাল হয়ে এসেছিল।
তারপর আর বসন্ত আসেনি ,
আমার মনের বাগানে ফুলও ফোটেনি ।
শুধু বারবার মনে পড়েছে সেই ' পঞ্চম বসন্ত '
সেই বসন্তই ছিল প্রিয়ার চলে যাবার বসন্ত ।