স্বপ্নার  হাসি বলে দেয় মরুভূমির কৌতূহল ,
রক্তে টগবগে সমুদ্রের ঢেউ ।
কখনো আবার আছড়ে পড়ে ভালোবাসার জীবন্ত অনুভূতি ,
গ্রীনলাইট উপত্যকায় বসে ,
আমি আজও কবিতা লিখি ।
ছন্দ মেলে না , মিলে যায় অ্যালকহলের স্বাদ ,
হঠাৎ ই বিস্ফোরণ হয় এক নতুন কাব্য-কলার ,
তাই স্বপ্নার হাসি বলে দেয় মরুভূমির কৌতূহল ।