তুমি আছ বলেই ,
আমি আজও কবিতা লিখি  ।
তুমি আছ বলেই ,
আমি আজও সেই প্রেমিকার ঘ্রাণ পায়  ।
তুমি আছ বলেই ,
পাখিদেরও সঙ্গম হয়  ।
তুমি আছ বলেই ,
রবি ঠাকুরও লিখেছেন কত শত কবিতা  ।
তুমি আছ বলেই ,
জীবনানন্দ লিখতে ভুলেনি তাঁর বনলতার কথা ।
তুমি আছ বলেই ,
সুনীল লিখেছেন তার নীরার কথা  ।
শুধু তুমি আছ বলেই ,
সঙ্গমের কথা লিখতেও আমি ভয় পায় না  ।
তুমি আছ বলেই ,
অন্ধকারকে পরোয়া করি না  ।
তুমি আছ বলেই ,
প্রেমিক-প্রেমিকা আজ অমর  ।
তুমি আছ বলেই ,
মৃত্যুকেও আজ ভয় পায় না ,
ঠিক তুমি আছ বলেই  ।