চোখ মেলেই দেখি
চারিদিকে আর্বজনার স্তুপ
পাঁয়ে পাঁয়ে ছড়াচ্ছে তা
কিন্তু সবে চুপ।।
চুপ থাকলেই কি হবে পরিষ্কার
এসব ময়লা আবর্জনা
এসো বেড়িয়ে হাতে ঝাঁড়ু নিয়ে
না করে পরিকল্পনা।।
সময় খুব কম, ঝড়িয়ে শরীরের ঘাম
তারাতারি কর পরিষ্কার
অনথায় এলাকা হারাবে
তোমার আমার বসবাস যগ্যেতার।।
কোন জুঁজুঁতে পড়েছে বাধাঁ
বিবেকের হাত পা
এই বিশৃংখলা থেকে মুক্তি পেতে
উঠো ঝাড়া দিয়ে গাঁ।।
মনুষ্যত্বকে মরতে দিও না
থাকতে দেহে প্রাণ
দেখবে এক সময় শ্রাকণের মেঁঘ কেটে
ঠিকই উঁকি দিবে অগ্রহায়ণ।।
23.07.2016