আমি আত্মহত্যার ভয়াল পথ দেখেছি
নিশ্চিন্তে হেটেছি দূর্গম,করাল,আগ্রাসী সেই পথে
কত নির্মম,কত দুরবদ্ধ,কত যন্ত্রণাদায়ক ঘোলাটে একটা পথ।
ব্যাথায় কুঁকেড় উঠেছিলাম আমি,
আঁতকে উঠেছিলাম আসন্ন মৃত্যু তান্ডবের বিভৎষতা দেখে।
জানো, মৃত্যু আমাকে নিগড় আলিঙ্গণ করেত চেয়েছিল,
চিরমুক্তি দিতে চেয়েছিল জগতের এই বিষন্ন জ্বালা থেকে,
সে আপন করেও নিতে চেয়েছিল তোমার চাইতে অনেক বেশি।
কিন্তু আমি পারিনি তার সুরে তাল মেলাতে।
হঠাৎ জীবনের অংক কষতে গিয়ে ভাবলাম,
তাই তো! কি করতে যাচ্ছি আমি?
এটা কি উচিৎ? কেন বেছে নিতে হবে এই পথ
তাহলে বিকল্প সব পথই কি বন্ধ আমার জন্য?
শুধুমাত্র এই একটি পথই রয়েছে খোলা!
ভাবলাম, পৃথিবীতে এতটাই অবহেলিত,উপেক্ষিত,নিঃপ্রয়োজনীয় একজন আমি।
একটা দীর্ঘনিঃশ্বাস ছেড়ে, একবুক কষ্ট নিয়ে
ধাবিত হলাম আহ্বায়িত পথের দিকে।
এইবার আমি নির্ভিক, মৃত্যুর কোন চোখ রাঙ্গাণির ভয় আর পাই না।
কিন্ত তখন কিছু মানুষের মুখ ভেসে উঠল আমার সামনে
সেই মুখগুলোর অকৃত্রিম ভালোবাসায় আজ হয়তো..।
তুমি তোমার ধারালো দাঁতের অট্ট হাঁসিতে
বিষাক্ত করেছিলে আমার ছোট এই পৃথিবী,
সত্যিই ছোট হয়ে এসেছিল আমার পৃথিবীটা
বন্ধ ঘরের এই চার দেয়ালের মাঝে।
তখন তুমি ক্ষান্ত হয়নি
বিশ্বাসঘাতকতার বড় ধাক্কা দিয়ে ঠেলে দিয়েছিলে এই পথে
দূরে দাঁড়িয়ে উপভোগ করছিলে পরাজয়ের নিদারুণ দৃশ্য।
বুঝি ভেবেই নিয়েছিলে,আপদটা বিদায় নিবে চিরতরে,
কিন্তু না, হয়তো সিনেমার শেষ দৃশ্য দেখার জন্য হলেও আমাকে বাঁচতে হবে
সমীচীন জবাব দিতে না পারলেও, শুধুমাত্র নির্বাক একজন দর্শক হতে।