তোমার জন্য রেখে গেলাম
দূর আকাশের রাতের একঝাঁক তারা
ঐ নাগ্রার জলপ্রপাত, হিমালয়ের সুউঁচ্চ শৃঙ্গমালা।
রেখে গেলাম বৈশাখের ক্ষিপ্ত ঝড়ো হাওয়া
জৌষ্ঠের তপ্ত রৌদুরের মাঝে এক চিলতে ছায়া।
আষাঢ়ের পড়া একনাগাড়ে বৃষ্টি
শ্রাবনের নীড় হারা পাখির দিশেহারা দৃষ্টি।
আরো রেখে গেলাম ভাদ্রের  মেঠো পথের কাঁদার ঘ্রাণ
আশ্বিনের সাদা কাঁশফুল আর আগমনীর গান।
কার্তিকের মাত্র পাঁকা ধানের ফসলের মাঠ
অগ্রাহয়ণের শান্ত নদীর বটতলার সেই পুরানো খেয়াঁঘাট।
পৌষের পিঠার সাথে রেখে গেলাম কুয়াশাচ্ছন্ন শীতের রাত
মাঘের উদাসীন দুপুরের তিক্ততার স্বাদ।
ফাল্গুণের চড়া গলায় কোকিলের কুহু কুহু ডাক
চৌত্রের র্নিমল আকাশে ডানামেলা শ্বেত বকের ঝাঁক।
এছাড়াও লাইবেরীতে সাজানো মোটা মোটা বই
বাঁশ তলার মজা পুকুরের শিং, মাগুর, কই।
ডাক বাক্সে পরে থাকা চিঠি, সাথে কিছু বিরহের গান
এ সব কিছু তোমার জন্য রেখে গেলাম।


তাই আর খুঁজনো আমায়, কোন বেলা অবেলায়!
হারিয়ে গেছি আমি, চলে গেছি দুরে
অন্য কারও ঘরে, ভিন্ন গানের সুরে।
মেনে নিতে শেখো এই বাস্তবতা
ভুলে যাও আমায়, বাচঁ নিজের মত
ছিড়ে ফেলো পুরনো স্মৃতির পাতা।


তারিখ - ১৪/০৫/২০২০