শুন শান এই ধরা, চারিদিকে শুধু জরা আর মরা
কৃষ্ণচূড়াঁর লাল রং নেই মানুষের হৃদয় মাঝে।
আছে শুধু আহাকার, বুকফাঁটা চিৎকার
সর্বদায় যা দু’কানেতে বাজে।
গুনছে কেউ মৃত্যুর প্রহর, কেউ শুনছে মৃত্যুর খবর
পার্থ্যক্য শুধু এটাই কেউ যাচ্ছে, আর কেউ যাবে।
শংঙ্কিত জনজীবন, আতঙ্কিত দেহ মন
মহামারির বিষাক্ত ছোবল, বিধি কবে তুলে নিবে।
বাঙ্গালীর ঐতিহ্য, আজ ডুবন্ত সূর্য্য
মঙ্গল শোাভাযাত্রায় গর্জে উঠবে লালসিত শেয়াঁলের হাঁক।
চারিদিকে তমসা, ভাঁঙ্গবে লক্ষ আশা
এ যেন মৃত্যু পুরীতে এসেছে এক, নিরব বৈশাখ।


তাং - ১৪/০৪/২০২০ইং