তুমি যখন নতুন সংসারের আলনা গোছাতে ব্যস্ত
আমি তখন পুরানো স্মৃতির চর্চা করি
আমার নিঃশ্বাস নিতে যখন খু-ব কষ্ট হচ্ছে
তখন তুমি, অফুরন্ত শ্বাসের মালিক
তোমার কাছে শ্বাস ভিক্ষা চাইলেও, তুমি এখন দিবে না
কারন আমার বেচেঁ থাকা নিয়ে তোমার মাথা ব্যাথা চলে গেছে
জানো, আমার সময়গুলো এখন থমকে গেছে
আর তোমার সময় বুঝি দৌড়ায় দ্রুতগামী চিতাঁর মতন?
যখন তুমি প্রেম-প্রণয়ের গভীর সুমদ্রে ভাসছো
আমি তখন জীবনের কুল খুজঁতে,
পরে আছি বেশ্যা বাড়ির মদের ঢেকে।
না না কোন খারাপ কাজে নই,
গলায় এক ফোঁটা মদ ঢালতে।
এতটাই অবহেলা করেছো যে,
মৃত্যুর স্বাদ বেঁচে থাকতেই আমি পেয়ে গেছি।
ভেবে দেখ আর একবার , আমার ভালোবাসাটা ছিল আত্মার
তোমারটা ছিল মায়ার
তাই সহজেই মায়া কাটিয়ে, পেয়েছো নতুন গন্তব্য।
আমি এটা পারিনি করতে
কারন এটাই ছিল আমাদের ভালোবাসায় বড় পার্থক্য।।
৩১/০৩/২০২০ইং