অভিনয়, কার সাথে করছো ?
আমি কি তোমাকে চিনি না
না কি, নতুন করে আবার চেনাচ্ছো ?


মুখের মিছে হাসি দিয়েই কি, বদলানো যায় মুখের আকৃতি ?
না কি, নিজেকে যতই সাজিঁয়ে রাখতে চাও
ভুলতে পারবা অতীত স্মৃতি।


হাঁসিই বা তুমি কাকে দেখাচ্ছো ?
সেই হাঁসি যে নেই, আমি এটা ধরে ফেলেছি,
নিশ্চই, এটা তুমি বুঝতে পারেছো ?


তাই এইগুলো অন্তত আমাকে দেখিও না,
কারন তোমার মাথার চুল থেকে পাঁয়ের নখ পর্যন্ত ,
আমি ছাড়া আর কেউ চেনে না।


তবে এসব করইে যদি মেটে মনের তেষ্টা
তাহলে করো অভিনয়, করো
ভালো থাকার বৃথা চেষ্টা।