চলার রসদ মেলে পথ চলে চলে
পাথেয় যা সব তুলে নি কাঁখে কোলে।
ভাল মন্দের বিচার হবে তা পরে
কারা সরে যাবে, কারা রয়ে যাবে ঘরে?
জনম থেকে মরণের পথে পথে
পরিচয় বাড়ে হাজারে কিমবা শ'তে।
তারপর বেজে ওঠে বিদায়ের ঘণ্টা,
পরিচিতি থেকে বেড়োতে চায় না মনটা।
খেলাঘর ছেড়ে যেতে ব্যথা লাগে খুব
নূতন আসবে পুরোনোরা দিলে ডুব।
মহানুভবের সুধায় মাতাও হাসি
সেই আনন্দে ভরবে বিদায় বাঁশি।