শোনো হে মানুষ যারা,
ধর্মের নামে হানছ আঘাত,
কাঁপছে বিশ্ব সাড়া।


মনে রেখ ভাইসব,
ভয় দিয়ে স্থায়ী আসেনি বিজয়,
শুধু বেড়ে চলে শব।


বন্দুক, বোমা, গুলি;
'চালক' বাঁচেনা এদের কারনে,
তা শেখাবে ধর্ম বুলি?


ভাবা ভুল এটা হবে
অতীতের পানে চেয়ে দেখ ভাই,
এ হয়েছে কোথা কবে?


'জোর' ক'টা দিন রয়?
শিথিল হবে সে অগ্নি দামামা
দাপটের হবে ক্ষয়।


মায়ের স্নেহের রসে,
গর্ভের প্রাণ ধরাধামে এসে
হয়েছ 'গোলা'র বশে!


ধিক! সে জীবন ধিক!
মাতৃগর্ভ অপমানকারী
হন্তাকে, শত ধিক!


কোন মা পূজবে তাকে?
জানলে, এমন কোঁকের ফসল
দেখাতো না বসুধাকে।


তাই বলি শতবার,
য'টা দিন বাঁচো, হননের কাজে
হয়ো না রত আর।