শোনো হে
কুলি কামিনের দল,
ভাল দিন আসবে
এসবের অপেক্ষা কোরো না।
ভালই বুঝে গেছ এতদিনে,
পতাকার রং শুধু বদলায়
এ পাশের জোঁক ওপাশে ভীড় করার ফলেই,
ন্যায়ের রুটি ক্ষুধার্তের সামনে
দোলাদুলি করে লুকিয়ে যায়,
ঠাণ্ডা ঘরে।
যে কা তেই চলতে থাকে
ফুলের অপেক্ষা।
ভরসার হাত কারোর উপর রেখো না।
বিশ্লিষ্ট করে সেগুলি
অস্থি-মজ্জায়, রন্ধ্রে রন্ধ্রে
তোমাদের ভেতরে মজুত রাখো
একটি বিপ্লবের অপেক্ষায়।


# ভিডিও লোড হচ্ছে কিছুক্ষণের মধ্যে