নানান রকম ফেলছে প্রভাব
আজ আমাদের রাজনীতি,
পতাকার রং ভিন্ন হলে
শেষ হয়ে যায় প্রেমপ্রীতি।
শুধুই কি তাই, বাজারে দোকানে
দরদাম হয় চুলচেরা,
এক মিছিলে হাঁটলে তা হয়
গলা ধরাধরি ঘর ফেরা।
ভোজবাড়িতে দল বিশেষে
পাল্লা দিয়ে সিট ধরা,
এক্স যদি হয় সংখ্যাগুরু
ওয়াই সেখানে মনমরা।
ছেলের বাবা মেয়ের বাবা
ভিন্ন শ্লোগান হয় যদি,
বাঁধন তাদের ঠুনকো হবে
বাড়বে ভীষণ দুর্গতি।
মেয়ের বাবা গরীব হলেও
ছেলের বাপটা যায় দমে,
এসব যেন উলোটপুরান,
ছেলের দাপট যায় কমে।
বন্ধু হোক না ন্যাংটা কালের
রাজনীতি টানে বিভেদ দাগ,
পাশের বাড়ির লোক খুন হয়,
হয় যদি তা দলের ভাগ।
অস্থি-মজ্জা, প্রতি কোনা কোনা
নিচ্ছে দখল রাজনীতি,
সাম্য আনার নয় হাতিয়ার,
আনছে আজ চরম ভীতি।