কাজটা না হয় সেরেই নেব
আবার ক্ষনিক পরে ,
এ তুমি কেমন নেশায় মাতালে ওগো!
সব ফেলে প্রায় ছুটেই এলাম
তোমার প্রেমের তরে।


শোনো গো "বিনোদিনী"
আমি তোমার কাছেই ঋণী।
নাই গো আমার ভিষন টাকা,
বিলাশবহুল জীবন।
কাঁসার ঘটি, আতপ চালেই
হয়েছে -আমার লক্ষি বরণ।


তোমার অলঙ্কার আহ্লাদে
মোর কপাল ভেজা ঘাম।
আকবর যার মণিকোঠায়-
সেবায় যে তার রাম।


শোনো হে "বিনো"
তোমায় ভিষন ভালোবাসি।
তাই মনের কোনে উঁকি দিলেই!
ছুটেই যে প্রায় আসি।
তোমায় ভিষন ভালোবাসি ।