-আহা-
তুমি কি বোঝোনা নাকি!
          মৃত্যুটা কি?
  অচিন দেশের শান্তি ?
            !নাকি!
  চোখ রাঙানো যন্ত্রণা?
  
         -তবে শোনো-
হাজার খুশির বলিদান হল মৃত্যু।
নিঃশব্দের যন্ত্রণা টাই মৃত্যু ।
ভিড়ের মাঝে স্তব্ধতাটাই মৃত্যু ।


        তাইতো "হরিয়াল" ?
হেঁ "মহাজন" ,ঠিকই বলেছেন ।
       তবে কেউ যদি বলে!
     মৃত্যুর পর যন্ত্রণা কি হয় ?
        -তারে জিগাইবেন-
নিদ্রা কি তুমি নিয়েছো কখনও !
    অসমান কোনো আঁচড়ে ?
মেখেছো কি ঘি সারা শরীরে !
     মাথা রেখে ঐ উত্তুরে ?
    
          তবে , "হরিয়াল"-
           রুপের কি হবে?
কত রুপ ..কত রঙ ..পৃথিবীর বুকে,
আজ দেখো ঘুমিয়ে আছে মনের সুখে ।


              তবে ," বাবু "
        তারে সুখ বলা যায়না।
       আমি "বাবু" এহানেই থাকি।
প্রতিদিন রাতে শুনি অজস্র কান্না।
         তা কেন ই বা হবেনা?
     সে যে দিনে দিনে গড়েছিল
            স্মৃতির এক পাই
      "যেটা রক্ত রাঙানো শিখা
             করে দিল ছাই।"
         তাই প্রতিটি সুপ্রভাতে
              প্রণাম জানাই।