গান্ধারী নিপাত যাক
----------------------------------------------------------------------


পাণ্ডুলিপি ফেরিওয়ালা নও তুমি ।
শিকলে বাঁধা মন ।


আয়না দেখে লজ্জা পায় তোমার বুকের মাঝে র চোখ  ।
ভাবে ক্রীতদাস এর ইতিহাস লেখা প্রতিবিম্ব র পুনর্জন্ম  ।
ভোরের সূর্য কে তোমার তুলি আর সোনালি রং এ রাঙ্গায় না ।
কালপেঁচার ইচ্ছায় এখন লেগেছে গ্রহণ ।


গান্ধারীর হাতে তুলাযন্ত্র তুলে দিয়ে তুমি গাঁজায় দাও সুখ টান  ।
পাইলে ও পাইতে পার অমূল্য রতন ।


বাসনার ধুলি ঝড় যেদিন ছুড়ে দেবে এক মুঠ বালি তোমার বকে।
যেদিন কালপেঁচার আঁচড়ে ছিঁড়ে যাবে তোমার পাণ্ডুলিপি  ।
সেদিন তুমি দেখবে সেই আয়না  ।
বলবে গান্ধারী নিপাত যাক  ।