স্পর্শ করনা তাকে, সে অযাচিত !
বলেছিল গেরুয়া সমাজ ।
ছড়িয়ে দিয়ে ছিল ঘৃণার রস গাঁদা ফুলের সাথে ।
দুটি অভিশপ্ত পাতায় ঢেকে দেওয়া হয়ে ছিল স্বপ্ন ।
বলা হয়ে ছিল প্রিয় এখন পিশাচ ।
এক সুরে সুর মিলিয়ে ছিল বধির দল ।
ভাগ করে নিয়ে ছিল অযাচিতের ফেলে আসা সঞ্চিত অমৃত ভাণ্ড ।
হয়ে ছিল উল্লাসে জয় যাত্রা ।
মুচকি হেসেছিল রচয়িতা !
হেসেছিল সেই পিশাচ !
ফিসফিসিয়ে বলেছিল, মৃত্যু আজও খুঁজে পাওয়া যায় অমৃতের ই মাঝে ।