তুমি আমাকে আজ ও বয়ে নিয়ে চলো তোমার বন্ধ মুষ্টি র মাঝে ।
যেখানে তালু বন্দি আছে আমার সাইকেল এর চাকা, একটা লাঠি ।
ভার সামলাতে ব্যাপৃত আমি ।
আছে কাগজের তরী !
যার পাল আজ ছিঁড়ে গেছে মাঝ দরিয়ায় ।
যে উদ্ভিদের বীজ আজ তোমার তালু বন্দি
সে এখন ছায়া দেয়, বাসা বাঁধে পাখি,
শিকড় ছুটে যায় মাটির টানে মেটাতে পিপাসা ।
সাঁতার কাটার পুকুর এখন মরীচিকা র হাতছানি
লুকোচুরি খেলে দীর্ঘশ্বাসের সাথে।
সুতো বাঁধা ফড়িং আজও আমায় ডাকে !
উড়ে যেতে চাই তার সঙ্গে ওই নীল রঙের দিকে,
কামড় দিয়ে তোমার তালু তে ।