শারদীয়া
-------------------------


আমি ফিরব!
গত পূজতে বলেছিলাম আমি ফিরব সেই আম বাগানে, ক্ষেত ধারে।
খুঁজে পাব আমার শৈশব ।


শুধু একটু অপেক্ষা !


শহুরে মানুষের খুব খাদ্য রসিক ।
পেট ভরে মুখ লুকিয়ে খায় আমার আম বাগানের শৈশব ।
বলে দুর্গা এখন কচি পাঁঠা ।


মাংস আজও নজর কাড়ে ।
নজর কাড়ে কসাই খানায় ঝুলন্ত আমার নাভির নিচে।


বলে তুই চলে গেলে শারদীয়ার আনন্দ যে মাটি হয়ে যাবে !
শিল্পী কে মাটি যোগাবে কে?


আমি ফিরব!
যখন আমার বুকের মাঝের মাটি দিয়ে গড়া দুর্গা তলিয়ে যাবে ঐ গঙ্গার ঘাটে।
স্তব্ধ হবে সেই উল্লাস,
মুখ লুকবে সেই শিল্পী !


তখন তুমি মা দাড়িয়ে থাকবে গঙ্গার পাড়ে ।
দেখতে পাবে তোমার সেই হারিয়ে যাওয়া দুর্গার প্রতিচ্ছবি সেই ঘোলাটে জলে।