হঠাৎ যদি অবাধ্য হয় মন, মধ্যে রাতের বারন অগ্রাহ্য করে আমার হাত ধরে রাস্তায় হাঁটতে হবে তোমায়।
হেঁয়ালি খেয়ালে বিনিদ্র রাতে যখন শান্ত হয় কোলাহল, শেষ নিশীথের বেয়াড়া আবদার মেনে আমার জন্য ম‍্যাগি আর কফি বানাতে হবে তোমায়।
কোনো এক ছুটির দুপুরে শীতের রোদে শুকনো হাওয়ায় আমলকীর বনে বা ধান কাটা মাঠের ওপর আমার সাথে শুয়ে শুয়ে সূর্যাস্ত দেখতে হবে তোমায়।
বৈশাখের প্রথম বৃষ্টি আর সোঁদা মাটির গন্ধে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসার মুহূর্তে জানালার ধারে ঝরা জুঁই ফুলের গন্ধে আমার বেসুরো গানের সুরে সুর মেলাতে হবে তোমায়।
ক্লান্ত দিনের ফিরতি পথে, এভাবেই যদি ইচ্ছেরা মাথা চাড়া দিয়ে ওঠে, নদীর তীরে তোমার কাঁধে মাথা রেখে সমস্ত সন্ধ্যা আমাকে ঢেউয়ের সাথে খেলতে দিতে হবে তোমায়।
ফাগুনী পূর্নিমা রাতে, কোনো এক অজানা রাস্তা ধরে বিস্তীর্ণ ধান ক্ষেতের আল বেয়ে, দূরে জঙ্গলের ডাক এড়িয়ে আমার সাথে সাইকেল চালাতে হবে তোমায়।
আর?
আর আমার কখনো না ফুরানো উদ্ভট  হাজার একটা ছেলেমানুষী হচ্ছাকে ভালোবেসে পূরন করতে হবে তোমায়।  আমাকে এভাবেই ভালোবাসতে হবে তোমায়।
রাজি?