তারপর রাতের অন্ধকারে একসময় গল্প ফুরিয়ে যায়।
সারি সারি নীরবতা সমুদ্রের দূরের সেই ছোট্ট  বিন্দু বিন্দু জাহাজ গুলোর মত বোঝাই করে আনে স্তব্ধতা।
যে স্তব্ধতায় শুধু গভীর রাত নেমে আসার শব্দ শোনা যায়,
যে স্তব্ধতায় শুধু দুটো মানুষের হৃৎস্পন্দনের শব্দ শোনা যায়,
যে স্তব্ধতায় শুধু একজোড়া ঠোঁটের
মৃদু কম্পনের শব্দ শোনা যায়।


তখন চাঁদের ভেতর থেকে চরকা বুড়ি তার রূপকথার ঝুড়ি নিয়ে হাজির হয় ঘুমের দেশে,
তখন নিঝুম পরীর দল সোনার কাঠি ছুঁইয়ে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দিয়ে যায়।
তখন দুজোড়া চোখ নিস্পলক তাকিয়ে থাকে একে অপরের দিকে।


তারপর সময়ের শ্রোতে ভেসে একসময় গল্প ফুরিয়ে যায়।
ক্ষতবিক্ষত আয়নার এক একটা টুকরোর মত ছোট ছোট অভিমান পিপড়ের সারি বেয়ে বয়ে নিয়ে আসে রাশি রাশি অশ্রু বিন্দু।
যে অশ্রুর লবণাক্ততায় পুড়িয়ে দেয় ভালোবাসার নরম জিহ্বা।
যে অশ্রুর ঘোলা জল ভাসিয়ে নিয়ে যায় একে অপরের থেকে বহু দূরে।
যে অশ্রু বাষ্পীভূত হয়ে মেঘ জমায় পুরনো সম্পর্কের ফাটলে ফাটলে।


তখন মায়ার খেলায় থমকে যায় মান্ধাতার ঘড়ি।
হারিয়ে যায় আমাদের গল্প।
ফুরিয়ে যায় কলমের কালি।
মন থেকে মুছে যায় সব স্মৃতি।
আবার শুরু হয় নতুন করে বাঁচার লড়াই।
আবার শুরু হয় আলো আঁধারির খেলা।
আবার শুরু হয় নতুন আর একটা গল্প