আজ তোমার ঐ পাতলা একজোড়া ঠোঁটে বিপ্লব হোক।
আমাদের বেঁচে থাকার লড়াই হোক তোমার চুম্বনে চুম্বনে।
গালিগালাজের কলরবের ভিড়ে আজ তোমাকে বলব ভালোবাসি।
রক্তাক্ত দুহাতে অসহায়, তবু দুর্নিবার জেদে তোমাকে দুবাহুতে জড়িয়ে ধরে বলব ভালোবাসি।
আমাদের আবেগ নিয়ে অনেক খেলেছে ওরা।
খরা মরুভূমিতে দাঁড় করিয়ে বলেছে আজ বসন্ত।
অনেক বার আমি মড়কের মিছিলে তোমার নিথর দেহটাকে জ্বালিয়েছি রাতের শ্মশানে।
আজ বিপ্লব হোক তোমার শরীরের অলিতে গলিতে।
আজ বিপ্লব হোক অত্যাচারের বলিতে।
আজ স্বজন হারানো চিতায় পুড়ে যাক শত বছরের দাশত্ব।
এস প্রেয়সী, আজ পূর্নিমার রাত,
ক্ষুধার্ত কাঙালের মৃত্যুর মিছিলে আমাদের ভালোবাসাকে
এক টুকরো ঝলসানো রুটি করে বিলিয়ে দিই।
চল প্রিয়া, আজ সমগ্র সমাজে গ্রহণ লাগার আগে
ক্ষীণ কন্ঠে আমরা আরো একবার গাই আমাদের প্রেমের গান
ইনকিলাব জিন্দাবাদ।