তুমি বলেছিলে বলে ঝিনুক কুড়িয়ে রেখেছি।
লোকে বলে প্রেমে পুরাই মাথা নষ্ট।
তবু প্লেলিস্টে একটানা তোমার পছন্দের গান বাজছে লুপে।
সত্যি করে বল তো প্রেমটা আসলে কি?
তুমিতো বেশ বলে দিলে স্প্লিট পার্সোনালিটি।
কিন্তু শত হলেও আমি বাঙালি মেয়ে।
লজ্জা পাওয়াটা আমার জন্মগত অধিকার।
তাই সোস্যাল নেটওয়ার্কিং জুড়ে অবাধ্য আমি, হয়তো বা আসল আমি।
বন্ধুরা বলে দিল তোর পছন্দে আস্তে আস্তে ঘুন ধরছে, নইলে এই ছেলে!
কিন্তু প্রেম তো আর চানক্য নীতি মানে না।
তুমিই বল নাহলে কেউ এক সেন্টের কয়েনটা ডাইরিতে চিটিয়ে রাখে।
সত্যি কথা বলতে মানা।
ইয়ার্কি করে অপমান করবে তো?
খামোখা আবেগের মজা ওড়াবে।
কিন্তু প্রেম তো আর লজিক মানে না।
নাহলে কেউ সত্যিটা জেনেশুনে কষ্ট পায়!
কিন্তু সত্যিটা সত্যিই বড্ড কঠিন।
প্রতিনিয়ত বর্ষার ফলার মতো বিঁধছে বুকে।
আসলে প্রেমে পুরাই মাথা নষ্ট।
হযবরল তবু ভালোলাগে সে'ই যথেষ্ট।