মনে আছে আমাদের পঁচিশে বৈশাখ?
তোমার হলুদ পাঞ্জাবী আর নীল উত্তরীয়,
আমি তখন শাড়ির আঁচল সামলাতে ব্যস্ত।
ষ্টেজে তখন তোমার রাজ,
মাইকে বেজে উঠল
'দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে লাজানো...'
আর এপাশে আমার মনে তখন আফ্রিকা হয়ে গেল সুইজারল্যান্ড।
তুমি বললে 'সখী ভালোবাসার কারে ক'য়'
আর আমার তখন 'এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে
দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে'।
ঐ সকালের সূর্য কিরণে কি যাদু ছিল জানি না,
আমার তখন নবম শ্রেণী,
তোমার গালে হালকা দাঁড়ি।
নৃত্যনাট্যে তুমি অর্জুন, আমি করছিলাম পাঠ।
হিংসা হয়েছিল বটে চিত্রাঙ্গদাকে।
মনে হয়েছিল যদি গানটা গাইতে জানতাম!
মনে আছে কাল পঁচিশে বৈশাখ ছিল?
মেঘলা আকাশ, ভেজা বাতাস,
বিস্তর তফাৎ আজ আমাদের সময়ে।
সাত সমুদ্র তেরো নদীর ফারাক।
তবু "আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।"