আমার মুখে জলন্ত সিগারেটের ধোঁয়া প্রত্যেকটা শিরায় উপশিরায়
তোমাকে বয়ে নিয়ে যাচ্ছে।
নিষিদ্ধ মাদক যেমন করে জীবন্ত মানুষকে স্বর্গের রাস্তা দেখায়, তোমার প্রেম
প্রতি মুহূর্তে আমাকে সেই বিষাক্ত ভালোলাগার অনুভূতি দিয়ে যাচ্ছে।
সর্বনাশ? জানি, তবু এ নেশায় আমি আসক্ত।
যন্ত্রণায়, বিদ্ধতায় আমার সারা শরীর শত ছিদ্র তবু নেশা গ্রস্থের মত এই ধোঁয়ায় তোমাকে ছড়িয়ে দিচ্ছি আমার সারা শরীরে,
দিগন্তকে ছুঁতে চাওয়ার ব্যর্থ চেষ্টার তবু মরীচিকার পেছনে ছুটে যাচ্ছি আমি।
আনন্দ? কোথায় আনন্দ? প্যারিস? নিউ ইয়র্ক? লন্ডন?
সুখ? কিসে সুখ? বি এম ডব্লু ? জাগুয়ার? না মারসিডিস?
শান্তি যত ওই বিষাক্ত একমুখ ধোঁয়াতে আর এক পেয়ালা কড়া চুমুকে।
তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম কবে মনে নেই, সে রাস্তায় ফিরে তাকানোর জোর নেই।
দিনরাত কোন কিছুরই আর কোন হিসাব নেই, শুধু একটা নিস্তেজ শরীর আছে,
একটা মন ছিল কবে তার সবটা খরচ করে ফেলেছি খেয়াল নেই।
নিকটিনের গন্ধে কি আছে বলতে পার?
তোমাকে খুঁজে পাইনি কিন্তু ওই গন্ধটায় আমি তোমার রক্তের স্বাদ পেয়েছি।
সেই রক্তের স্বাদ আর রক্তের নেশা আমার আত্মাকে শাপান্ত করে দিয়েছে।
নিকটিনের গন্ধে কি আছে বলতে পার?
অনেক লোক ঠকিয়েছে কিন্তু এই গন্ধে একটু বিশ্বাস খুঁজে পেয়েছি,
বেশি কিছু না এই ধোঁয়ায় আমি তোমার ভালোবাসা খুঁজে পেয়েছি।