আমর্ত্য,
আজ মন নেই, আজ থাক এসব প্রেম ভালোবাসার কথা,
মাঝে মাঝে কিছু অনিয়ম কখনো শোধরানো যায় না,
যারা দিনের পর দিন অবাধ্য অসুখের মত শুধু বাড়তেই থাকে।
নিয়ম ভাঙ্গা একটা নেশা- যা বিড়ি, সিগারেট, ড্রাগের নেশার
থেকেও মারাত্মক ভয়ঙ্কর;
কেউ নিয়ম ভেঙে বিখ্যাত হয়, আর কারো হয় সাজা;
তবু তুমি আমি সবাই রোজ নিজেদের বানানো নিয়ম গুল ভাঙছি।
না, বিখ্যাত হওয়ার জন্য না, সাজা পাওয়ার জন্যও না;
কেন জান?
শুধু রোজ রোজ আরো একটু ভালো করে বাঁচার জন্য।
কি বিচিত্র নিয়ম দেখো, সাদা কাগজে কিছু আঁক ঝোঁক
কখন মহান শিল্প হয়ে যায়, আবার কখন নিতান্ত মজার খোরাক।
মানুষের স্বভাব হল, সে যা বুঝতে পারে না, হয় সেটা তার কাছে
ফেলনা হয়ে যায়, নয় হয়ে যায় ঈশ্বরের আশীর্বাদ;
না তুমি বুঝতে চাও না আমি;
আজ মন নেই, সত্যিই মন নেই ভালোবাসার,
মাঝে মাঝে চিন্তারা মনের সবটুকু জায়গা দখল করে নেয়
যেখানে শত চেষ্টাতেও আর রোমান্টিক হওয়ার কোন জায়গা থাকে না;
সত্যি কথাই তো- “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূনির্মার চাঁদ যেন ঝলসান রুটি”