নতুন বছর তোমায় জড়িয়ে ধরে ঘুমাব আজ
ঠিক যেমনটা করত মা।
তোমার গায়ের গন্ধে আর ঘুমপাড়ানি গানে
বছরের প্রথম রাতে কোন এক মায়াবী
স্বপ্ন নামুক চোখে।
কোন হুল্লোড় নয়, আমার ক্লান্ত চোখে আজ ঘুমপাড়ানি
জাদু এঁকে দিয়ে যাও।


নতুন বছর আজ তোমার কোলে মাথা রেখে
ছোটবেলার গল্প শুনব আমি;
ঠিক যেমনটা শোনাত ঠাকুমা।
তোমার মিহি গলার স্বরে আর স্তব্ধ রাতের নেশায়
ঘোর লাগুক আমার প্রানে।
কোন কলাহল নয়, আমার বহুদিনের না একাকীত্বে
রূপকথার পালক বুলিয়ে দাও তুমি।


নতুন বছর আজ তোমার হাতে হাত রেখে বাঁচব আমি।
ঠিক যেমন ভাবে বাঁচতে শেখাত বাবা।
তোমার দৃঢ় শক্ত হাতের সহায় আর অদম্য সাহসে
আমার মনে জাগুক বিশ্বাস
কোন দুর্বলতা নয়, আমার আজন্মের ভিতু মনে
তুমি বাঁচার মন্ত্র দিয়ে যাও।